Friday, April 22, 2022

বন্ধ হতে যাচ্ছে অ্যান্ড্রয়েড কল রেকর্ডিং অ্যাপস।

 ১৯৯৭ সাল থেকে গুগল ইন্টারনেট জগতে অন্যতম একাধিপত্য বিস্তার শুরু করে। যার ফলাফল স্বরূপ ২০২১ সাল নাগাদ বিশ্বব্যাপী সার্চ ইঞ্জিনের বাজারে গুগল ৮৫.৫৫ শতাংশ বাজার দখল সক্ষম হয়েছে। গুগল প্লে স্টোর হচ্ছে গুগল ইনকর্পোরেশন এর একটি সেবা যেখান থেকে এন্ড্রয়েড সেবার বিভিন্ন প্রকার অ্যাপস ডাউনলোড এবং ব্যবহার করা যায়।





সম্প্রতি গুগল তাদের প্লে স্টোর সম্পর্কিত বিভিন্ন অ্যাপস এবং নীতিতে কিছু পরিবর্তন এনেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন গুলোতে কল রেকর্ডিং অ্যাপস এর ব্যবহার বন্ধ হওয়া। অ্যাপস দ্বারা উল্লেখিত হিসেবে কল রেকর্ডার অ্যাপ ব্যবহারকারীদের অ্যাক্সেসিবিলিটি API ব্যবহার কে প্রভাবিত করে। মাত্র কয়েক ঘণ্টা আগে একটি ডেভলপার ওয়েবিনার স্ট্রিমে গুগোল স্পষ্টভাবে উল্লেখ করেছে


যেসব ফোন যেমন গুগল পিক্সেল অথবা শাওমি ব্রান্ডের ফোন যাদের কল রেকর্ডিং সেবা ডিফল্ট ভাবে দেওয়া আছে তাদের ওপর কার্যকর হবে না।এই ক্ষেত্রে থার্ড পার্টি কল রেকর্ডিং অ্যাপস ব্যবহার না করায় কোন প্রকার অডিও স্ট্রিম বা কল রেকর্ডিং এর নিয়ম ভঙ্গ হওয়ার কোন সম্ভাবনা নেই।




প্রয়োজনীয়তার
স্বার্থে অ্যাপস শুধুমাত্র পারমিশন পেতে পারে এসব ফোন গুলোতে তারা পূর্ব থেকেই ইনস্টলড হয়ে আছে।
গুগলের ঘোষণা অনুসারে ১১ই মে থেকে কোন প্রকার থার্ডপার্টি কল রেকর্ডিং অ্যাপস পূর্বের ন্যায় বিনা অনুমতিতে কল রেকর্ড করতে পারবে না এবং ক্ষেত্রবিশেষে তাদের অনুমতির প্রয়োজন পড়বে। 




No comments:

Post a Comment

HOW TO LOOSE WEIGHT!

Obesity now become a problematic part of our regular life. Globally 13% adults are obese. Due to increasing obesity most of adults are becom...